নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালের বার্ষিক সাধারণ (এজিএম) করতে না পারায় ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটেগরিতে নেমে গেল এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারি করা নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটেগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটেগরিতে ওই সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা জানিয়েছে। ক্যাটেগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এ ঋণ দেওয়া যাবে না। তাই গতকাল থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। তাই গতকাল থেকে কোম্পানিটি ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটেগরিতে নেমে গেল। ‘জেড’ ক্যাটেগরির অধীনে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে কোম্পানিটির শেয়ার লেনদেন।
গতকাল শেয়ারদর দুই দশমিক ২০ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৭ টাকা ৯০ পয়সা। এক বছরে শেয়ারদর ১৬ টাকা ৯০ পয়সা থেকে ৪১ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।
তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং: কোম্পানিটির ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। তাই গতকাল থেকে কোম্পানিটি ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটেগরিতে নেমে গেল। ‘জেড’ ক্যাটেগরির অধীনে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে কোম্পানিটির শেয়ার লেনদেন।
২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এ সময় ইপিএস করেছিল এক টাকা ৬৬ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৩ টাকা ২৪ পয়সা।
কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গতকাল কোম্পানিটির শেয়ারদর ছয় দশমিক ৮৬ শতাংশ বা ৭০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৯ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৯ টাকা ৫০ পয়সা।