Print Date & Time : 30 July 2025 Wednesday 7:48 am

 ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটেগরিতে সানলাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক:‘জেড’ থেকে ‘বি’ ক্যাটেগরিতে উত্তীর্ণ হলো বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তাই ‘জেড’ ক্যাটেগরি থেকে ‘বি’ ক্যাটেগরিতে গেল কোম্পানিটির শেয়ার। ‘বি’ ক্যাটেগরির অধীনে আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।

বিমা খাতের কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির মোট তিন কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪০ দশমিক ৮০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ২৫ দশমিক ০৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৪ দশমিক ১৪ শতাংশ শেয়ার।