নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির ২৩ কোটি ১০ লাখ শেয়ারের মধ্যে ৩০ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ১৭ দশমিক ১৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের হাতে এবং ৫২ দশমিক ৮৪ শতাংশ সাধারন বিনিয়োগকারিদের হাতে রয়েছে।