শেয়ার বিজ ডেস্ক: জেপি মরগান চেজের মুনাফা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেলেও যুক্তরাষ্ট্রের এই ব্যাংকটি বিপুল লাভ তুলেছে। খবর: এপি।
ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অবশ্য উচ্ছ্বাসের পরিবর্তে সংযত রয়েছেন বলে জানিয়েছে এপি। মূলত বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যাংকটি সিইও জেমি ডিমন বলেন, কয়েক দশকের মধ্যে বিশ্ব সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে।
এক নোটে ডিমন কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরাইল ও হামাস সংঘাত, বিভিন্ন দেশে সরকারের উচ্চমাত্রায় ঋণ, বাণিজ্য ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি এবং শ্রমবাজারের সংকোচন। শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কর্মীরা মজুরি বৃদ্ধির জন্য ধর্মঘট করছেন; তিনি উৎপাদন ও বিনোদন খাতের দিকে ইঙ্গিত করেন।
তিনি বলেন, আমরা ভালোকিছু আশা করছি। তাই পরিস্থিতি যেমন হোক না কেন জেপিমরগান গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত। তার আশঙ্কা, সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যে ফের ধস নামতে পারে। কভিড-১৯ মহামারির পর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরে ২০২২ সালে বিশ্বে ব্যবসা-বাণিজ্যে যে স্থবিরতা দেখা গেছে, তা আরও দীর্ঘ হতে পারে।
এই পরিস্থিতিতে ডিমন ও তার প্রতিষ্ঠান প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ওয়াল স্ট্রিটের ওপর নজর রাখছেন।
অনিশ্চয়তা সত্ত্বেও ব্যাংকটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জেরেমি বারনাম যুক্তরাষ্ট্রের আমানতকারী এবং অর্থনীতি নিয়ে আশাবাদী। তিনি বলেন, আমরা এখনই ‘মন্দা’ দেখছি না। এমনকি নীতি সুদহার বৃদ্ধি হলেও গ্রাহকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন তিনি।
জেপিমরগান চলতি প্রান্তিকে ১৩ দশমিক ১৫ বিলিয়ন বা ১ হাজার ৩২০ কোটি ডলার লাভ ঘরে তুলেছে, যা গত বছরের একই সময় ছিল ৯ দশমিক ৭৪ বিলিয়ন বা ১৭০ কোটি ডলার। গত সপ্তাহের শেষ দিন তাদের শেয়ারদর বৃদ্ধি পেয়ে হয় ৪ ডলার ৩৩ সেন্ট।