জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নারী গ্রেপ্তার

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এসবিইউ বলছে, জেলেনস্কি বন্যা দুর্গত মাইকোলাইভ সফরে যাওয়ার আগে এ সফরের সময়সূচি পাওয়ার চেষ্টা করছিলেন ওই নারী। খবর: ওয়াশিংটন পোস্ট।

নারী গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের’ বিষয়ে তাকে হালনাগাদ তথ্য দিয়েছে এসবিইউ।

তবে রাশিয়া এই গ্রেপ্তারের খবরে কোনও মন্তব্য করেনি। এক বিবৃতিতে এসবিইউ বলেছে, রুশদের কাছে গোয়েন্দা তথ্য পাচারের চেষ্টা করার সময় ওই নারীকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।