Print Date & Time : 1 September 2025 Monday 12:02 pm

জেলের জালে ধরা পড়ল ৭২ কেজির বাঘাইড় মাছ

প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে জেলের হাতে ধরা পড়ল ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। গতকাল বৃহস্পতিবার সকালে তিস্তা নদীতে মহসিন নামের জেলের জালে ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। স্থানীয় লোকজন মাছটি দেখতে ভিড় করে। পরে ৭২ কেজি বাঘাইড়টি ৮০ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকালে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাইড় মাছটি তার জালে ধরা পড়ে।

এ বিষয়ে জেলে মহাসিন বলেন, ‘তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে আমি মাছ ধরতে যাই। এ সময়ে আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি করি।’