Print Date & Time : 22 July 2025 Tuesday 9:32 am

জেসিআই ঢাকা ইমপ্যাক্ট-এর জিএমএম অনুষ্ঠিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন চ্যাপ্টার জেসিআই ঢাকা ইমপ্যাক্ট জেনারেল মেম্বার মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ মে, ২০২৩) রাজধানীর বনানীতে জেসিআই কার্যালয়ে এই জিএমএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা ইমপ্যাক্ট-এর ফাউন্ডার ও লোকাল প্রেসিডেন্ট নাসের মোঃ মহসিন।

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশ এর ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ফজলে মুনিম সৈকত উপস্থিত ছিলেন।

জেসিআই ঢাকা ইমপ্যাক্ট-এর দ্বিতীয় এই জিএমএম-এ চলতি অর্থবছরের পরিকল্পনা পাস করা হয়। অনুষ্ঠানে জেসিআই ইমপ্যাক্ট-এর বোর্ড মেম্বার এবং সকল সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন।

Junior Chamber International (JCI) – জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে অবস্থিত। বিশ্বের ১২৪ টির ও বেশী দেশে কাজ করে এই সংগঠনটি। বিজ্ঞপ্তি