Print Date & Time : 6 August 2025 Wednesday 8:21 pm

জোলি যখন হাতির চরিত্রে…

শোবিজ ডেস্ক: আবার শিশুতোষ অ্যানিমেশন মুভিতে আসছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ডিজনির নতুন ছবি ?‘দ্য ওয়ান অ্যান্ড অনলি ইভান’ ছবিতে পাওয়া যাবে তার কণ্ঠ। ৪২ বছর বয়সী এ অভিনেত্রী স্টেলা নামের হাতির চরিত্রে কণ্ঠ দেবেন। এটি ছবির অন্যতম চরিত্র। শিশুতোষ চলচ্চিত্রে বরাবরই উৎসাহী এ অভিনেত্রী ছবিটির সহপ্রযোজক হিসেবেও থাকছেন। এটির পাণ্ডুলিপিতে আছেন মাইক হোয়াইট আর পরিচালনা করবেন দিয়্যা শাররোক। বিষয়টি নিশ্চিত করেছে বিনোদন সংবাদভিত্তিক পশ্চিমা পত্রিকা হলিউড রিপোর্টার ডটকম। ছবিটির গল্প তৈরি হয়েছে ইভান নামের একটি গরিলাকে কেন্দ্র করে। সে শপিংমলে বাক্সবন্দি থাকে। তার সঙ্গী স্টেলা ও বব নামের কুকুর। ইভান কখনও তার অতীত মনে করতে পারে না। আর স্টেলা ও ববও ছোট অবস্থায় শপিংমলে আসে। তাই তাদেরও উত্তর অজানা। তাদেরই নানা কাণ্ড থাকছে ছবিতে। জোলি এর আগেও শিশুতোষ ছবিতে কাজ করেছেন। ‘শার্ক টেল’, ‘কুংফু পান্ডা’ ও ‘ম্যালফিসেন্ট’ সেসবের মধ্যে অন্যতম।