শেয়ার বিজ ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় এশিয়ার বৃহত্তম উড়োজাহাজ সংস্থা চায়না সাউদার্ন এয়ারলাইনসের মুনাফা কমেছে। প্রতিষ্ঠানটি বলছে, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের আয় কিছুটা বাড়লেও সেটা এসেছে প্রতিষ্ঠানটির সম্পদ বিক্রি থেকে। খবর এএফপি।
জানুয়ারি থেকে জুনে রাষ্ট্রায়ত্ত চায়না সাউদার্নের নিট মুনাফা হয়েছে দুই দশমিক ৭৭ বিলিয়ন ইউয়ান বা ৪২০ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এটি ১১ দশমিক এক শতাংশ কম।
গত মঙ্গলবার হংকং স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় বছরের প্রথম ছয় মাসে পরিচালন খরচ আগের বছরের তুলনায় বেড়েছে ৩০ শতাংশের বেশি। এতে আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে।
চীনের মধ্যবিত্ত শ্রেণির ভ্রমণ ও অবসরে খরচের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ট্রিপ বেড়েছে। তা সত্ত্বেও আয়ে বড় ধরনের পতন এড়াতে পারছে না প্রতিষ্ঠানগুলো।
চায়না সাউদার্ন বলছে, প্রথম ছয় মাসে পরিচালন আয় হয়েছে ৫৭ দশমিক ৮২ বিলিয়ন ইউয়ান। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ১১ দশমিক সাত শতাংশ কম। এ প্রতিবেদন প্রকাশের পর হংকং স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ারদর চার দশমিক ৭৪ শতাংশ বেড়ে যায়। আর সাংহাই স্টক এক্সচেঞ্জে বেড়েছে পাঁচ দশমিক ৮১ শতাংশ।
এদিকে চায়না ইস্টার্ন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটির বছরের প্রথম ছয় মাসে নিট মুনাফা হয়েছে চার দশমিক ৩৪ বিলিয়ন ইউয়ান। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৩৪ দশমিক চার শতাংশ। প্রতিষ্ঠানটির লজিস্টিক ইউনিট বিক্রি করে দেওয়ায় এ আয় বেড়েছে। ওই সময়ে কোম্পানিটির পরিচালন খরচ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কমেছে।
