Print Date & Time : 11 September 2025 Thursday 6:07 am

জ্বালানি খাতে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা জাপান ও ইউক্রেনের

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপ-প্রধান এবং কিয়েভে জাপানের রাষ্ট্রদূত জ্বালানি খাতে দুই দেশ যে সহযোগিতা অব্যাহত রাখবে তা নিশ্চিত করেছেন। খবর: এনএইচকে।

প্রেসিডেন্টের কার্যালয় গত বুধবার জানায়, উপ-প্রধান ওলেক্সি কুলেবা কিয়েভে জাপানের রাষ্ট্রদূত মাৎসুদা কুনিনোরির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্র জানায়, গত মঙ্গলবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জ্বালানি খাতে জাপানের সহায়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। এ ধরনের সহায়তা মূল্যবান উল্লেখ করে মাৎসুদাকে কুলেবা বলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো অব্যাহত রাখবে বলে এবারের শীত হবে গত বছরের চেয়ে কঠিন।

এছাড়া কুলেবা শিশুদের জন্য শিক্ষাগ্রহণের সুযোগ করে দেয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী মাসে শুরু হতে যাওয়া নতুন স্কুল শিক্ষা বর্ষের আগে শিক্ষাপ্রতিষ্ঠানের বোমা আশ্রয় কেন্দ্রগুলো সজ্জিত করে নেয়ার জরুরি প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এ ক্ষেত্রে জাপানের সমর্থন লাভের আশা করেন তিনি।

ইউক্রেনের পুনর্গঠন ও পুনর্নির্মাণ কীভাবে এগিয়ে নেয়া দরকার, সে বিষয়ে রাষ্ট্রদূত জি-সেভেনের মতামত পুনরায় উল্লেখ করেছেন। বর্তমানে জাপান এ জোটের সভাপতি।

মাৎসুদা বলেছেন ইউক্রেনের পুনর্গঠনে স্থানীয় সরকারের কর্তৃত্ব জোরদার করে নেয়ার গুরুত্বের বার্তা তিনি পৌঁছে দিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আশা ব্যক্ত করেন।

এর আগে গত জুনে রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনে সহায়তার ঘোষণা দিয়েছে জাপান। দেশটির সরকার ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও বিদ্যালয়গুলোর পুনর্নির্মাণ পানি এবং পয়ঃনিষ্কাশন পরিষেবাসহ পরিবহন অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তা করবে। ইউক্রেনের অনুরোধে টোকিও ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্প এবং জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা সুনামির অভিজ্ঞতার ভিত্তিতে কিয়েভকে বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে পরামর্শ ও কারিগরি সহায়তা করবে।