শেয়ার বিজ ডেস্ক: ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলারসহ ৮১ জন নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। ফাঁস হওয়া একটি অডিও ক্লিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। ওই দুর্ঘটনায় ৮১ জন প্রাণ হারান। খবর বিবিসি।
অডিও ক্লিপটিতে পাইলটকে বার বার বলতে শোনা যাচ্ছে তিনি ‘ইলেকট্রিক ফেইলুর’ এবং তেলের অভাবের কারণে অবতরণের অনুমতি চাচ্ছেন।
বিমানে যারা ছিলেন, তাদের মধ্যে ছয়জন শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেছেন।
ওই বিমানে থাকা শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়দের বুধবার সন্ধ্যায় মেডেলিনে একটি টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়ার কথা ছিল। তবে খেলার আনন্দ না পেয়ে শেষ পর্যন্ত সমর্থকদের জড়ো হতে হয়েছে শেষ শ্রদ্ধা জানাতে।
অ্যাটলেটিকো ন্যাসিয়োনালের সঙ্গে যে স্টেডিয়ামে শ্যাপেকোয়েন্সের খেলার কথা ছিল, হাজারো ফুটবলপ্রেমী ওই স্টেডিয়ামে সাদা পোশাকে মোমবাতি হাতে জড়ো হন।
নিহত ফুটবলারদের স্মরণে শোকার্ত ব্রাজিলেও ছিল শোকাবহ আয়োজন।
ফ্লাইট ক্রু এবং কলম্বিয়া এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকের মধ্যে কথোপকথনের ফাঁস হওয়া অডিও ক্লিপটি থেকে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্ত সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।
ইলেকট্রিক ফেইলুর এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার বিষয়ে পাইলটকে সতর্ক করে দিতেও শোনা যায়।
অডিও ক্লিপটি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পাইলটকে বলতে শোনা যায়, তিনি ৯ হাজার ফুট উচ্চতায় রয়েছেন। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই উড়োজাহাজটি মঙ্গলবার কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।
কোনো বিস্ফোরণের খবর না থাকায় জ্বালানি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি গুরুত্ব পাচ্ছে।
তবে কী কারণে উড়োজাহাজটির জ্বালানি শেষ হয়ে গেল, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
তদন্ত কর্মকর্তারা এ বিষয়ে এখনও কিছু জানাননি। ঘটনার কারণে তদন্তে কয়েক মাসও লেগে যেতে পারে।