প্রতিনিধি, ইবি: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার এ ক্লাস নেয়া হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫ শতাংশ সাশ্রয় করা আবশ্যক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সবাই সহমত পোষণ করেছেন। এ অবস্থায় প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সব শিক্ষককে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা সোমবারে হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি চলবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভিন্ন ডিন ও বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।