Print Date & Time : 17 July 2025 Thursday 1:14 pm

জয়পুরহাটে কর্মহীন মানুষের পাশে পুলিশ

প্রতিনিধি, জয়পুরহাট: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া জয়পুরহাটে দুই হাজার অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।

আজ সকালে জেলা পুলিশ ও জেলা পুনাকের উদ্যোগে শহরের রামদেও বাজলা স্কুল মাঠে নিম্ন আয়ের মানুষের মধ্যে এ সব খাদ্যসামগ্রী (৫ কেজি চাল, ২ কেজি আলু, দুই কেজি মশুরের ডাল, তেল) নগদ অর্থ বিতরণ করা হয়।

কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

ত্রাণ পেয়ে শহরের সরদার পাড়ার আবুল কাশেম বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের কাজকর্ম নেই বেকার হয়ে পড়েছি। কেউ কাজে যেতে পারছে না। ফলে অনেক সময় আমাদের না খেয়ে থাকতে হয়। পুলিশ যে খাদ্যসামগ্রী দিয়েছে, তাতে এক সপ্তাহ চলবে।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, এই সময় জেলার খেটে খাওয়া মানুষগুলো একেবারে অসহায় অবস্থায় রয়েছে। তারা সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছে। পুলিশের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। সেই জায়গা থেকে অসহায় মানুষগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

এ সময় জেলা পুনাকের সভাপতি ও পুলিশ সুপারের সহধর্মিণী নাভানা খান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,আব্দুস সালাম, সাজ্জাদ হোসেন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি উপস্থিত ছিলেন।