Print Date & Time : 12 September 2025 Friday 5:45 am

জয়পুরহাটে পাঁচ হাজার ৫৮৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

 

শেয়ার বিজ ডেস্ক: জয়পুরহাট জেলায় চলতি ২০১৬-১৭ সংগ্রহ মৌসুমে পাঁচ হাজার ৫৮৭ মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। খবর বাসস।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, অভ্যন্তরীণ খাদ্য মজুত নিশ্চিত করার লক্ষ্যে চলতি মৌসুমে জেলায় পাঁচ হাজার ৫৮৭ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় এক হাজার ৩২৩ মেট্রিক টন, পাঁচবিবি উপজেলায় এক হাজার ১০৯ মেট্রিক টন, আক্কেলপুর উপজেলায় ৫৬৪ মেট্রিক টন, কালাই উপজেলায় এক হাজার ৮৬০ মেট্রিক টন ও ক্ষেতলাল উপজেলায় ৭৩১ মেট্রিক টন। আগামী ১৫ মার্চ পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।

জেলায় এবার অভ্যন্তরীণ খাদ্য মজুত নিশ্চিত করার জন্য ৫২০ জন মিল মালিককে চুক্তিবদ্ধ হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী। বাজারে ধানের দাম বেশি এবং কৃষকের কথা চিন্তা করে সরকার এবার প্রতি কেজি চালের মূল্য ৩৩ টাকা নির্ধারণ করেছে।