Print Date & Time : 1 September 2025 Monday 10:24 am

জয়পুরহাটে বৃষ্টি কামনায় নামাজ ও মোনাজাত

প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটে বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দুই রাকয়াত নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন স্থানীয় মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হিচমী ঈদগাহ মাঠে ইসতিশকারার নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল কাদিরের আয়োজনে এ ইসতিশকারার নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মওলানা আবুল কালাম মো. শরীফুদ্দিন।

নামাজে অংশগ্রহণকারী কয়েকজন মুসল্লি জানান, এ সময়ে বৃষ্টিতে জমিসহ চারদিকে পানি থৈ থৈ করে থাকে। কিন্তু এ বছর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখা দিয়েছে। আষাঢ় মাস শেষ হলেও তেমন বৃষ্টি নেই। তাই মহান আল্লাহর দরবারে দুই রাকয়াত নামাজ আদায় করে দোয়া করেছি। মহান আল্লাহ যেন এমন পরিস্থিতির অবসান ঘটান। প্রাণিকুলসহ মানব জাতি এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এ নামাজ আদায় করেছেন তারা।