Print Date & Time : 29 August 2025 Friday 11:33 pm

জয়পুরহাটে বেশি দামে সার বিক্রয় ৫ ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধি,জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি নির্দেশ অমান্য করে বেশি দামে সার বিক্রয় এবং অবৈধ মজুদ করার দায়ে ৫ সার ব্যবসায়ী পৃথকভাবে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার চন্দনদীঘি, মোহনপুর এবং তিলকপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে খুচরা এবং পাইকারি সার ব্যবসায়ীরা সরকারি নির্দেশ অমান্য করে বেশি দামে সার বিক্রয় এবং অবৈধভাবে মজুদ করছেন এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার চন্দনদীঘি, মোহনপুর এবং তিলকপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে পৃথকভাবে ৫ জন সার ব্যবাসায়ীকে মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান বলেন, ‘সরকারি নিদের্শ অমান্য করে সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টায় অবৈধ মজুদ করে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের দায়ে জরিমানা করা হয়।