Print Date & Time : 5 August 2025 Tuesday 11:55 pm

জয়পুরহাটে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায়, দরিদ্র ও বেকার মহিলাদের মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান টিটু, রেবেকা সুলতানা, রাশেদা খাতুন প্রমুখ।