জয়পুরহাট চিনিকল এক মাসে আড়াই হাজার টন চিনি উৎপাদন

শেয়ার বিজ ডেস্ক: দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। ৫৪তম আখ মাড়াই মৌসুমের গত ২৯ মাড়াই দিবসে প্রায় দুই হাজার ৫১৩ টন চিনি উৎপাদন হয়েছে। খবর বাসসের।

চিনিকল সূত্র জানায়, চলতি ২০১৬-১৭ মাড়াই মৌসুমে ৭০ হাজার টন আখ মাড়াই করে চার হাজার ৯০০ টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে গত ১২ ডিসেম্বর আখ মাড়াই উদ্বোধন করা হয়। চিনি আহরণের হার ধরা হয় শতকরা সাত ভাগ। গত ১০ জানুয়ারি পর্যন্ত ২৯ মাড়াই দিবসে ৩৮ হাজার ১৮৬ টন আখ মাড়াই করে দুই হাজার ৫১৩ টন চিনি উৎপাদন সম্ভব হয়েছে। চিনি আহরণের হার হচ্ছে ৬ দশমিক ৬৮ শতাংশ।

এর আগে ২০১৫-১৬ মাড়াই মৌসুমে ৪৪ হাজার ৩০৫ টন আখ মাড়াই করে তিন হাজার ৪২ টন চিনি উৎপাদন হয়েছিল। এবার আখের দাম মিলগেটে প্রতি কুইন্টাল ২৭৫ টাকা ও বাইরের আখ ক্রয়কেন্দ্রে ২৬৮ টাকা নির্ধারণ করা হয়। আখচাষিদের দাম পরিশোধের সুবিধার্থে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ‘আখচাষে উৎসাহ দেওয়ার জন্য তিন হাজার ২৭১ আখচাষি বিতরণ করা হয়েছে তিন কোটি চার লাখ ৯০ হাজার ৮৬৭ টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বীজ, সার ও কীটনাশক। গত আখ রোপণ মৌসুমে রোপা পদ্ধতিতে (এসটিপি) আখ রোপণের জন্য তিন হাজার ৮৭ আখচাষির মধ্যে ৭৬ লাখ ৩০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।’