Print Date & Time : 15 September 2025 Monday 10:39 pm

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত

শেয়ার বিজ ডেস্ক:গ্রীষ্মকালীন বজ্রঝড় ও শিলাবৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ৯ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ কারণে দেশটির পূর্বাঞ্চলে ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে না। খবর: সিএনএন।

ফ্লাইটওয়্যারের তথ্য অনুযায়ী, ৮ হাজার দুইশর বেশি ফ্লাইট গত সোমবার বিলম্বিত হয়। এছাড়া ১ হাজার ছয়শর বেশি ফ্লাইট বাতিল করা হয়।

ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঞ্চল। উপড়ে গেছে গাছপালা। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় দুই লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। বিরূপ আবহাওয়া ও টর্নেডোর শঙ্কায় বন্ধ করে দেয়া হয় রাজধানী ওয়াশিংটন ডিসির সব সরকারি অফিস।

পাওয়ারআউটেজ ডটইউএসের তথ্যমতে, বিরূপ আবহাওয়ায় দেশটির দক্ষিণ ও মধ্য আটলান্টিক রাজ্যগুলোর প্রায় আট লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিলেন। ঝড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ বছরের একটি শিশুও রয়েছে। এদিন ঝড়ের প্রভাব এতটাই তীব্র ছিল যে অন্তত ১০টি রাজ্যে শক্তিশালী টর্নেডোর সতর্কতা জারি করা হয়।

ওয়াশিংটন ডিসিতে যদিও টর্নেডোর সতর্কসংকেত নামিয়ে নেয়া হয়েছে, তবে উপকূলীয় এলাকাগুলোয় বন্যার সতর্কতা এখনও বলবৎ রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার আলাবামা থেকে শুরু করে নিউইয়র্কের ২ কোটি ৯৫ লাখের বেশি মানুষ টর্নেডোর ঝুঁকিতে ছিলেন। কিন্তু রাত ৯টা পর্যন্ত কোনো টর্নেডোর খবর পাওয়া যায়নি।

বজ্রঝড়ের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং বাল্টিমোর বিমানবন্দরে ফ্লাইট বাতিলের নির্দেশ দেয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ডেল্টা এয়ারলাইন্সের ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। তাদের ১ হাজার দুইশর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ডেল্টার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মারাত্মক আবহাওয়ার প্রভাব পড়েছে আমাদের আটলান্টাকেন্দ্রে। আমাদের দল কার্যক্রম পরিচালনার জন্য আপ্রাণ চেষ্টা করছে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বজ্রঝড়ের কারণে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন ডিসিগামী উড়োজাহাজ ছাড়তে বিলম্ব হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।