প্রতিনিধি, বেনাপোল (যশোর) : যশোরের ঝিকরগাছায় ইমরান শিকদার নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান শিকদার নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাশেম শিকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন নিজ বাড়িতে থেকে সরকারবিরোধী নাশকতা পরিকল্পনা করছিল ইমরান ও তার বাবা আওয়ামী লীগ নেতা কাশেম শিকদার। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ইমরান শিকদারকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবা কাশেম শিকদার ও তার বড় ভাই ইয়াসিন শিকদার বেতনা নদী পার হয়ে পালিয়ে যায়। ইমরানের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, ইমরানের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।