ঝিকরগাছার ফুলচাষিদের ঋণ বিতরণ

প্রতিনিধি, যশোর: দেশে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারায় কভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ৭৯ জন পল্লি উদ্যোক্তার (ফুলচাষির) মধ্যে ৭৭ লাখ টাকার প্রণোদনা ঋণের চেক বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পানিসারায় বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে এ চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনÑস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। যশোরের ডিসি মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, সম্প্রসারণ ও বিশেষ প্রকল্প বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল কাদের, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, বিআরডিবির উপপরিচালক কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজ্জামান, ফুলচাষি শের আলী সরদার ও আবুল হোসেন।