Print Date & Time : 10 August 2025 Sunday 12:03 am

ঝিনাইদহের সড়কে আলপনা চিত্রায়িত

প্রতিনিধি, ঝিনাইদহ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে দুই কিলোমিটার সড়কে আলপনা চিত্রায়িত হয়েছে। গতকাল সকালে শহরের পায়রা চত্বরে আলপনা চিত্রণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, এনডিসি খায়রুল ইসলাম, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, স্বপ্নচারু আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী শাহীন চারুদেশ, চিত্রশিল্পী শফিক মাহমুদ, নিধির বিশ্বাসসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও স্বপ্নচারু আর্ট স্কুলের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে পায়রা চত্বর, পায়রা চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পর্যন্ত আলপনা আঁকার কাজ করা হয়।