নয়ন খন্দকার, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার হাটবাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ আগে কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল ৪৫ টাকা। আর এক মাস আগে পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ২৮ টাকা। বর্তমানে পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। আর সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। তাছাড়া চলতি বছর পেঁয়াজের আবাদ একটু কম হয়েছে। এলসি বন্ধ থাকায় রোজার পর থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। তবে আবার এলসি খুলেছে। শিগগিরই পেঁয়াজের দাম কমবে।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলার ৬টি উপজেলায় ৯ হাজার ৭৪৫ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩১৫ হেক্টর, কালীগঞ্জ উপজেলায় ১৭০ হেক্টর, কোটচাঁদপুর উপজেলায় ১৬৭ হেক্টর, মহেশপুর উপজেলায় ৬১০ হেক্টর, হরিণাকুণ্ড উপজেলায় ৩০২ হেক্টর ও শৈলকুপা উপজেলায় ৮১৯০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। সবচেয়ে বেশি পেঁয়াজের চাষ হয়ে শৈলকুপা উপজেলায়।
কালীগঞ্জের কোটচাঁদপুর রোডের রায় স্টোরের পাইকারী ব্যবসায়ী সঞ্জয় রায় জানান, ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। ২৫ টাকা থেকে বাড়তে বাড়তে এখন ৫০-৫২ টাকায় এসে পেঁয়াজের দাম দাঁড়িয়েছে।
বাজারের খুচরা ব্যবসায়ী মোক্তার হোসেনসহ একাধিক ব্যবসায়ী বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। পাইকারিহাট থেকে তারা কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকায় পেঁয়াজ কিনেছেন, যা খুচরা বাজারে ৬০ টাকায় বিক্রি করছি।
খুচরা ব্যবসায়ী মোক্তার হোসেন আরও বলেন, কেজিপ্রতি ৫০ টাকায়ও পেঁয়াজ পাওয়া যাচ্ছে। সেগুলো তেমন ভালো না। তবে আমরা বাছাই করা ভালো মানের পেঁয়াজ কিনেছি। বাছাই করা ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ৫৫ টাকায় কিনে ৬০ করে বিক্রি করছি।
কালীগঞ্জ কাঁচাপাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, বাজারে পেঁয়াজের চাহিদা বেশি কিন্তু আমদানি কম। তাছাড়া এবার পেঁয়াজের চাষ কম হয়েছে। এছাড়া ভারতের এলসি বন্ধ থাকার কারণে পেঁয়াজের দাম বেড়েছে। তবে শুনেছি আবার এলসি খুলেছে শিগগিরই পেঁয়াজের দাম হয়তো কমে যাবে। তিনি আরও বলেন, অনেক পুঁজিবাদী পেঁয়াজ স্টোক করে রেখেছেন। যার কারণেও পেঁয়াজ দাম বেড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদ সিদ্দিকী জানান, জেলায় ২০২১ সালে ১০ হাজার ৪৭২ হেক্টর জমিতে, ২০২২ সালে ১০ হাজার ৭৯১ হেক্টর জমিতে এবং ২০২৩ সালে ৯ হাজার ৭৫৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর ১ হাজার ৩৭ একর জমিতে পেঁয়াজের আবাদ কম হয়েছে।
তবে জেলায় কতজন কৃষক পেঁয়াজের আবাদ করেছে সে তথ্য তাদের কাছে নেই বলে যোগ করে তিনি।