প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ জন।
সিভিল সার্জন সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩৮ জন।
এছাড়া শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৩৯৯ জনের নমুনা পরীক্ষার ফল এসেছে। তাতে ৯১ জনের পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২২ দশমিক ৮০ ভাগ। তাদের মধ্যে সদরে ৪৩ জন, শৈলকুপায় ১৮ জন, হরিণাকুণ্ডুতে ছয়জন, কালীগঞ্জে সাতজন, কোটচাঁদপুরে ১৫ জন ও মহেশপুর উপজেলায় রয়েছেন দুজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ৪৭১।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৪৯ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৩৬ জন।