Print Date & Time : 3 August 2025 Sunday 11:19 am

ঝিনাইদহে কভিড ও উপসর্গ নিয়ে মৃত্যু ১১

প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহে কভিড-১৯ ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৬ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কভিড পজিটিভ নিয়ে পাঁচ ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শৈলকূপা এক ও হরিণাকুণ্ডু উপজেলায় একজন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৬ জনের কভিড পজিটিভ শনাক্ত হয়েছে। ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৬ জনের ফল পজিটিভ এসেছে।আক্রান্তের হার ৩৪ দশমিক ১৩ ভাগ।