Print Date & Time : 6 July 2025 Sunday 11:31 am

ঝিনাইদহে গাছের চারা রোপণ শুরু

সুশোভিত সবুজের মাধ্যমে বিশ্বকে বাঁচাতে ঝিনাইদহে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ শুরু হয়েছে। ১৫ নভেম্বর শহরের বাইপাস এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন।

ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উদ্ভাবনী নার্সারির স্বত্বাধিকারী খালেদা খানমের সভাপতিত্বে তখন উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জিএম আবদুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। সদর উপজেলা কৃষি অফিসের

প্রযুক্তিগত সহযোগিতায় স্থানীয় উদ্ভাবনী নার্সারি এক মাসের মধ্যে বিভিন্ন প্রজাতির ২০ হাজার গাছের চারা রোপণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।