Print Date & Time : 21 July 2025 Monday 11:22 pm

ঝিনাইদহে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রতিনিধি, ঝিনাইদহ: সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এ স্লোগান সামনে রেখে ঝিনাইদহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে ডিসির সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে ডিসি মজিবর রহমান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত ডিসি (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. জাহিদ আহম্মেদ, জেলা নির্বাচন অফিসার আবু সালেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

এ সময় বক্তারা সরসারি সেবা পেতে সমাজের সর্বস্তরের মানুষের জš§ ও মৃত্যু নিবন্ধন করার পরামর্শ দেন। সে সঙ্গে নিবন্ধন সহজীকরণ করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান তারা।