Print Date & Time : 31 August 2025 Sunday 12:34 pm

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২০) ও একই গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস (২০)। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করত। সকালে তারা কালীগঞ্জ থেকে ঝিনাইদহে যাচ্ছিল।

ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সকালে ওই দুইজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিল। ঝিনাইদহে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিংশুক ইট ভাটার ইটবোঝায় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।