ঝিনাইদহে দুই মামলায় সাতজনের যাবজ্জীবন

প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহে হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম, দ্বিতীয় ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এ দুটি রায় প্রদান করেন।
দণ্ডিতরা হলো সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামের মৃত আফজাল মণ্ডলের ছেলে নাজিম উদ্দিন, মায়াধরপুর গ্রামের মজিবর মণ্ডলের ছেলে আসমত আলী, শ্রীপুর গ্রামের মৃত হাজারী মণ্ডলের ছেলে তক্কেল মণ্ডল ও কুটিদুর্গাপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে নজরুল ইসলাম ভুটান, মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন, মফিজ উদ্দিনের মেয়ে রাবেয়া খাতুন ও খলিলুর রহমানের স্ত্রী মজিদা খাতুন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাতে সদর উপজেলার মির্জাপুর গ্রামে আবদুল গনিকে বোমা মেরে হত্যা করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা। এ ঘটনায় পরদিন নিহতের ভাই বাদি হয়ে সদর থানায় চারজনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। ওই বছরেই পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাজিম উদ্দিন, আসমত, তক্কেল ও নজরুল ইসলাম ভুটানকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ মামলায় তক্কেল ও নজরুল ইসলাম ভূটান পলাতক রয়েছে।
অপরদিকে, ২০১৩ সালের ২৫ জুলাই মহেশপুর উপজেলার দত্তনগরবাজার থেকে ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদি হয়ে চারজনকে আসামি করে মাদক মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের শেষের দিকে পুলিশ আদালতে চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। স্বাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আমেনা খাতুন, মজিদা খাতুন ও রাবেয়া খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেন এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।