Print Date & Time : 20 July 2025 Sunday 7:24 pm

ঝিনাইদহে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু, মা আটক

প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বানিয়া কান্দর গ্রামে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত শিশু দুটি সদর উপজেলার বানিয়া কান্দর গ্রামের নজরুল ইসলামের সন্তান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে মায়ের সঙ্গে আবু সালেহ মাহি (৫) ও সাফিয়া খাতুন (৭) বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে মা মনিরা বেগম বাড়িতে ফিরে আসে। সন্তানদের না পেয়ে পাশের বাড়ির রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে পুকুরে খুঁজতে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু দুটির লাশ পাওয়া যায়। মা মনিরা খাতুনের কথাবার্তা অসংলগ্ন হওয়ার কারণে তাকে আটক করা হয়েছে।