Print Date & Time : 27 August 2025 Wednesday 12:51 pm

ঝিনাইদহে সরকারি খাদ্য গুদামকর্মকর্তা আটক

শেয়ার বিজ প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের মধু এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকান থেকে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ২০০ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জসিম উদ্দিনসহ তিনজনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চালসহ তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকারনাইন কবির জানান, ঝিনাইদহ শহরের বাঘাযতিন সড়কের মধু এন্টারপ্রাইজ নামে চালের দোকানে খাদ্য অধিদফতরের সিলযুক্ত জেলা সদর খাদ্যগুদামের সরকারি চাল বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই দোকানের গুদাম থেকে ২০০ বস্তা চাল জব্দ ও দোকানের দুই কর্মচারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।