Print Date & Time : 29 August 2025 Friday 2:28 am

ঝিনাইদহে হানাদার মুক্ত দিবস পালিত

প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দলিল উদ্দীন, আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজিজুর রহমান ও সরকারী কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ডঃ বিএম রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান।