প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা শিল্পকলা একাডেমির আনুষ্ঠানিক কর্মকাণ্ডের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে গত বুধবার রাতে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান কেএম নজরুল ইসলাম।
পরে জেলা প্রশাসক সদর উপজেলা শিল্পকলা একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন
ঝিনাইদহে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের হামদহ খোন্দকার পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য খালেদা খানম।
এ সময় ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার, প্রকৌশলী মিজানুর রহমান, অনুপম চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো ঝিনাইদহের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চলমান থাকবে। আগামী ৫ মাস বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইন সম্প্রসারণ, বিদ্যুৎ সংযোগ, পুরাতন লাইন খুলে নিরাপদ ও নতুন লাইন সংযোজনসহ নানা কর্মকাণ্ড করা হবে। এতে মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আরও সহজতর হবে।
