শেয়ার বিজ ডেস্ক:দেশের অভ্যন্তরে অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি নির্মাণের জন্য টয়োটা মোটর করপোরেশনকে ১১৭ দশমিক ৮ বিলিয়ন ইয়েন (৮৪০ মিলিয়ন বা ৮৪ কোটি ডলার) ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে জাপান সরকার। গতকাল শুক্রবার এই তথ্য জানায় দেশটির শিল্প মন্ত্রণালয়। খবর: কিয়োদা নিউজ।
শিল্প মন্ত্রণালয় জানায়, ব্যাটারি যন্ত্রাংশ এবং সেমিকন্ডাক্টরের মতো মূল প্রযুক্তিগুলোর অভ্যন্তরীণ উৎপাদন দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করছে। তাই তাদের জন্য ভর্তুকি দেয়ার এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শিল্প মন্ত্রণালয় আরও জানায়, সরকারি সহায়তায় টয়োটা মোটর করপোরেশনের ব্যাটারি যন্ত্রাংশের বিকাশ ও বিনিয়োগের জন্য মোট সাতটি প্রকল্পে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ইয়েন বরাদ্দ করার পরিকল্পনা করেছে সরকার। এর আগে গত এপ্রিলে হোন্ডা মোটর কোং এবং জিএস ইউয়াসা করপোরেশনের ইভি ব্যাটারি উৎপাদন প্রকল্পের জন্য প্রায় ১৬০ বিলিয়ন ইয়েন ভর্তুকি দেয় দেশটির সরকার।
অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা এক সংবাদ সম্মেলনে বলেন, ব্যাটারির জন্য তীব্র বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে আমি আশা করি টয়োটা এবং অন্যদের দ্বারা বড় আকারের বিনিয়োগগুলো আমাদের দেশের ব্যাটারি সরবরাহ শৃঙ্খলকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।
এর আগে ব্যাটারির যন্ত্রাংশ উৎপাদন, বিনিয়োগ ও বিকাশের জন্য ২০২২ সালের অর্থবছরের একটি সম্পূরক বাজেটে ৩৩১ দশমিক ৬ বিলিয়ন ইয়েন বরাদ্দ করে সরকার।
বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর ২০২৬ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ির ১০টি নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনা করেছে। পাশাপাশি বছরে ১ দশমিক ৫ মিলিয়ন গাড়ি বিক্রি করার পরিকল্পনা করছে।
গতকাল শিল্প মন্ত্রণালয় ঘোষণা দেয়, সেমিকন্ডাক্টর সম্পর্কিত যন্ত্রাংশ এবং উপকরণের বিকাশে জড়িত আটটি প্রকল্পের জন্য ৫৫ বিলিয়ন ইয়েন পর্যন্ত ভর্তুকি দেবে সরকার।
প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে টয়োটার গাড়ি উৎপাদন বেড়েছে প্রায় ৯ শতাংশ। জানুয়ারিতে তাদের গাড়ি উৎপাদন হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৯০ ইউনিট। পূর্ববর্তী বছরের একই মাসের চেয়ে যা ৮ দশমিক ৮ শতাংশ বেশি।