Print Date & Time : 15 September 2025 Monday 11:17 pm

টসে জিতে ব্যাটিং-এ টাইগাররা

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার দ্বিতীয় ম্যাচেও টসে অভিন্ন চিত্র। এবারও সিদ্ধান্তটা বদলালেন না অধিনায়ক মাহমুদউল্লাহ। টস জিতলেন, নিলেন ব্যাট করার সিদ্ধান্তই।

টসের সময় মাহমুদউল্লাহ বলেন, এই উইকেটের চরিত্র বোঝা কঠিন। তবে আগে ব্যাট করে সুবিধাজনক সংগ্রহ দাঁড় করিয়ে সেটি ডিফেন্ড করার পরিকল্পনা রয়েছে আমাদের। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, টস জিতলে আগে বোলিংই নিতাম।

বাংলাদেশ একাদশ:

সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি।