Print Date & Time : 8 September 2025 Monday 12:10 pm

টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ দল। আগের দিন চোখে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজের নেই একাদশে। তবে অভিষেক হচ্ছে আরেক তরুণ তৌহিদ হৃদয়ের।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৩ বছর আগে, ২০১০ সালে। দুই দল সবমিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশের জয় ৭টি, দুটি ম্যাচ জিতেছে আইরিশরা। একটি ম্যাচের ফল হয়নি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।