Print Date & Time : 28 August 2025 Thursday 5:49 pm

টাইগারদের অসহায় আত্মসমর্পণ

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ ক্রিকেট দল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। দলটির পক্ষে রুশো ৫৬ বলে ৭ চার ও ৮ ছয়ে করেছিলেন ১০৯ রান। এছাড়াও কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬৩ রান।

দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। প্রোটিয়া পেসার অ্যানরিচ নরকিয়া ৪টি ও তাবরেইজ শামসি ৩ উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ২০৫/৫ (রাইলি রুশো ১০৯, কুইন্টন ডি কক ৬৩, সাকিব ৩৩/২, আফিফ ১১/১।
বাংলাদেশ : ১৬.৩ ওভারে ১০১/১০ (লিটন ৩৪, সৌম্য ১৫, আনরিখ নর্কিয়া ১০/৪, তাব্রেইজ শামসি ২০/৩।
ফল : দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : রাইলি রুশো।