টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিবেদক: বেশিরভাগ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়েছে গতকাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট প্রধান কোচ স্টিভ রোডসের তত্ত্বাবধানে ওইদিন ক্যাম্পে তামিম ইকবালের সঙ্গে উপস্থিত ছিলেন মুশফিুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। পরে কোচ ও সতীর্থদের সঙ্গে দেখা করেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন ও ইয়াসির আলী চৌধুরী। তবে তারা অনুশীলন করেননি।
মূলত প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় গতকাল জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে পারেননি মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেনরা। সতীর্থদের না পেয়ে বেশ কষ্টই পেয়েছেন মাহমুদউল্লাহ। আরও কটা দিন অনুশীলনে থাকবেন ৫-৬ জন ক্রিকেটার। আগামীকাল হতে যাওয়া লিগের শেষ রাউন্ডে খেলার পর ২৭ এপ্রিল থেকে অনুশীলনে পাওয়া যাবে প্রায় সবাইকে।
গতকাল সকাল সাড়ে ৯টায় শুরু হয় অনুশীলন। শুরুতেই মাঠে কয়েকটা চক্কর দেন মুশফিক। খানিক পর একই কাজ করেন মোস্তাফিজ। এক প্রান্তে কিছুক্ষণ দৌড়ান মাহমুদউল্লাহ ও রুবেল। এরপর সবার আগে সেন্টার উইকেটে যান তামিম ও মুশফিক। ৪০ মিনিটের মতো তামিম, মুশফিক ঘণ্টা খানেক ব্যাট করেন। পরে ঘণ্টা খানেক ব্যাটিং অনুশীলন করেন মাহমুদউল্লাহ। অন্য নেটে ভাগাভাগি করে ব্যাটিং করেন মোস্তাফিজ-রুবেল।
তামিম ইকবাল ছাড়া বাকি চার ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ, রুবেল ও মোস্তাফিজ বিশ্বকাপ ক্যাম্পে এসেছেন চোট কাটিয়ে। যদিও গতকাল তারা শুধু ব্যাট হাতে নেন। দুই-তিনের মধ্যে বল করবেন বলে জানিয়েছেন তারা।
প্রথম দিনের অনুশীলনে খুশি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তিনি বলেন, ‘আজ (গতকাল) অনুশীলনের প্রথম দিন ছিল। ছেলেদের অনেকেই এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে, এটা দলের জন্য ভালো।’
বিশ্বকাপ ক্যাম্পের প্রথম দিন সবাই কেন নেই? এর ব্যাখ্যাও দিয়েছেন ওয়ালশ, ‘যারা প্রিমিয়ার লিগে নেই তারা ক্যাম্পে ছিল। চোট নিয়ে কিছুটা দুর্ভাবনা আছে। যারা এর মধ্যে ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা প্রথম দিন নেটে অনেকটা সময় ব্যাটিংয়ের সুযোগ পেল। এটা ভালো শুরু। তবে আমার মূল চিন্তা চোট পাওয়া বোলারদের নিয়ে। ওদের ফিট করে তুলতে হবে।’
আইপিএলে থাকায় গতকাল সাকিবও ছিলেন না টাইগারদের বিশ্বকাপ ক্যাম্পে। যদিও কিছুদিন আগেই তাকে দেশে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের জনি বেয়ারস্টো চলে যাওয়ায় ওই টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা বেড়েছে। তাই একটু অপেক্ষা দোষের কিছু দেখছেন না ওয়ালশ, ‘সাকিব ভারতে আছে, ওর আইপিএল দলের সঙ্গে আছে। দুর্ভাগ্যজনকভাবে ও বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। আমরা এখনও আশাবাদী ও কিছু ম্যাচ খেলার সুযোগ পাবে। ওর জন্য ম্যাচ ফিটনেস এখন বেশি জরুরি। ও চোট থেকে ফিরেছে। ব্যক্তিগতভাবে বিশ্বকাপের আগে আরও ধারালো হতে আমি চাইব সাকিব সেখানে কিছু ম্যাচ খেলুক। এরপর আয়ারল্যান্ডে যত দ্রুত সম্ভব ওকে দলের সঙ্গে পেতে চাইব আমরা।’
টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে আগামী মাসের শুরুতে মাশরাফির দল আয়ারল্যান্ডে একটি ত্রি-দেশীয় সিরিজে অংশ নেবে। সেখানে তৃতীয় দল হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।