Print Date & Time : 18 August 2025 Monday 12:10 pm

টাইগারদের শ্রীলঙ্কা মিশন আজ থেকে  

 

ক্রীড়া প্রতিবেদক: চলতি বছর দম ফেলার সময় নেই বাংলাদেশ ক্রিকেট দলের। সদ্য ভারত সফর শেষে আজ থেকে আবারও ব্যাট-বলের অনুশীলনে নামতে হচ্ছে মুশফিকুর রহিমদের। এবার মিশন শ্রীলঙ্কা। সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিনটি সিরিজই খেলবে টাইগাররা। এরই মধ্যে গত রোববার টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৫ সালের পর টাইগারদের সাদা পোশাকের দলে ফিরছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া নিউজিল্যান্ড সফরের পর বাদপড়া পেসার রুবেল হোসেনও ফিরেছেন দলে। বাদ পড়েছেন চোটাক্রান্ত ইমরুল কায়েস ও শফিউল ইসলাম।

আজ থেকে মিরপুর হোম অব ক্রিকেটে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা নামবেন অনুশীলনে। ফিজিও ও ট্রেনারের অধীনে ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নেবেন তারা। যেখানে আলাদাভাবে সবার দৃষ্টিতে থাকবেন মোস্তাফিজুর রহমান। কেননা টেস্ট দলে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন কাটার মাস্টার।

শ্রীলঙ্কা সফরে রুবেল, মোস্তাফিজের সঙ্গে রয়েছেন আরও তিন পেসার তাসকিন আহমেদ, শুভাশিষ রয় ও কামরুল ইসলাম রাব্বি। উপমহাদেশের কন্ডিশনে পাঁচ পেসার কোনো দলের স্কোয়াডে সাধারণত দেখা যায় না। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘শ্রীলঙ্কার গলে ঘাসের উইকেট থাকতে পারে। ওরা স্পোর্টিং উইকেট দিলে হয়তো তিন সিমার নিয়ে খেলতে হতে পারে। এখান থেকে বসে বলা সম্ভব নয় আমরা কোন ধরনের উইকেট পাচ্ছি। আমরা চেষ্টা করেছি সবকিছু বিবেচনা করে দলটা বানাতে। পাঁচজন পেসার নেওয়ার একটা যুক্তি আছে। আমাদের দুদিনের একটা প্রস্তুতি ম্যাচও আছে। আমাদের রবিউলকে (ইসলাম) নিয়ে বাজে একটি অভিজ্ঞতা ছিল। প্রস্তুতি ম্যাচ খেলার পর টেস্টের প্রথম দিন থেকেই তার সমস্যা হচ্ছিল।’

এদিকে ভারত সফরের দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছিলেন লিটন কুমার দাস। কিন্তু সেখানে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তারপরও শ্রীলঙ্কা সফরে তাকে দলে রেখেছে বোর্ড।  এ ব্যাপারে নান্নু বলেছিলেন, ‘যদি উইকেট কিপিং নিয়ে প্রশ্ন তোলা হয়, তাহলে সোহান অনেক ভালো উইকেটরক্ষক। কিন্তু যদি ব্যাটিংয়ের বিষয়টি সামনে আনা হয়, সেক্ষেত্রে এগিয়ে লিটন। লিটনকে আমরা ভালো ব্যাটসম্যান হিসেবে দলে নিয়েছি।’

আগামী ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে রয়েছে দুটি টেস্ট। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। ৭ মার্চ গলেতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট কলম্বোয় শুরু হবে ১৫ মার্চ। এর আগে ২ মার্চ মোরাতুয়ায় শুরু হবে টাইগারদের দুদিনের প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ টেস্ট দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, রুবেল হোসেন।