Print Date & Time : 14 September 2025 Sunday 1:16 pm

টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর আর নেই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয় বলে তার একান্ত সচিব ইকবাল বিন মতিন জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর চারবার সংসদে টাঙ্গাইল-৭ আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন।

৬৫ বছর বয়সী এ রাজনীতিবিদ গত ১৯ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

একান্ত সচিব ইকবাল জানান, একাব্বর হোসেন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে শরীরিক অবস্থার অবনতি হয়।

এ সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন জানান, গতকাল সন্ধ্যায় সংসদ ভবন প্রাঙ্গণে প্রয়াত এ সংসদ সদস্যের জানাজা হবে। আজ দুপুরে মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আরেক দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৫৬ সালের ১২ জুলাই মির্জাপুরের পোস্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন একাব্বর হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স পাস করেন ১৯৭৮ সালে।

ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত একাব্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক এ সাধারণ সম্পাদক ১৯৯০ সালে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদে তিনি প্রথমবার আইনপ্রণেতা হিসেবে সংসদে আসেন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালেও এমপি নির্বাচিত হন। একাব্বর হোসেন স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এদিকে সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত একাব্বর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।