টাঙ্গাইলে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৭ 

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑজেলার কালিহাতী উপজেলার রতনগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে জামিল হোসেন সাগর (২২), আদি টাঙ্গাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে শাকিল আহমেদ হƒদয় (২৭), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে লাবিব খান (১৮), ফজলুল হকের ছেলে রাকিবুল ইসলাম (২২), গারাইল এলাকার আবু তাহেরের ছেলে হƒদয় আহমেদ (২২), সখীপুর সদরের এবাদত হোসেনের ছেলে বাধন (১৯) ও মোস্তফা কামালের ছেলে রাব্বি খান (১৮)।

দুপুরে র‌্যাব ১২-এর ৩নং কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, শহরে কাজের উদ্দেশ্যে এসে আব্দুর রহিম নামের এক ব্যক্তি অপহরণ হয়। পরে তাকে ফেরত পেতে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এরপর তার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইল শহরের বাজিতপুর সাহাপাড়া থেকে আব্দুর রহিমকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত সাতজনকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।