টাঙ্গাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা কৃষি অফিসার রুমানা আক্তার। আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ওয়াজেদ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা অফিসার মো. ইব্রাহীম, উপজেলা তথ্য অফিসার শাম্মি আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লামিয়া খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রকল্পে আংশগ্রহণকারী কিষান-কিষানি। এসময় বক্তারা বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদসহ কৃষি খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।