প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে গিয়ে বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে জুয়েল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক লীগের শোডাউনে যাওয়ার পথে টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল (২৬) সদর উপজেলার যুগির বয়ড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া দেওয়ান বলেন, সকালে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরুসহ নেতাকর্মীরা বগুড়ার দিকে যাচ্ছিলেন। তাদের শুভেচ্ছা জানাতে সদর উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকে আমরা শতাধিক মোটরসাইকেল নিয়ে মহাসড়কের দিকে যাচ্ছিলাম। এসময় জুয়েল মোটরসাইকেল নিয়ে আশেকপুর এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
এতে সে রাস্তায় ছিটকে পড়লে আরেকটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।