Print Date & Time : 2 August 2025 Saturday 7:02 pm

টাঙ্গাইলে তিন মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে সদ্যভূমিষ্ঠ এক শিশুর গলাকাটা মৃতদেহসহ তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে জেলার নাগরপুরে শিশু ও সখীপুর থেকে অজ্ঞাত ব্যক্তি এবং রাতে গোপালপুর থেকে অপর ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। নাগরপুর থানার এসআই মনোয়ার হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ড্রেন থেকে গলাকাটা অবস্থায় সদ্য ভূমিষ্ঠ এক কন্যাশিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হাসপাতালেই শিশুটির জন্ম হয়েছে।

এদিকে সখীপুর উপজেরার বহুরিয়া ইউনিয়নের কালিদাসপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সখীপুর থানার এসআই মনির হোসেন বলেন, ‘সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।’ 

অপরদিকে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ব্রিজের ভাঙা পাটাতনে ধাক্কা লেগে মশিউর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মশিউর রহমানের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। তিনি অনির্বাণ মেডিসিনাল ইন্ডাস্ট্রিজের মধুপুর উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন।

মশিউরের সহকর্মী আশিক বিল্লাহ জানান, গোপালপুর উপজেলার ঝাওয়াইল বাজারের কয়েকটি ওষুধের দোকান থেকে পাওনা টাকা নিয়ে মোটরসাইকেলযোগে ফিরছিলেন মশিউর। পথে ঝাওয়াইল বেইলি ব্রিজের ভাঙা পাটাতনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।