প্রতিনিধি, টাঙ্গাইল: দরপত্র আহ্বান ছাড়াই টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদফতর টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের দু’পাশের শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদফতরের ওয়ার্ক অ্যাসিসট্যান্ট আবদুর রহমানের যোগসাজশে প্রায় ৪০ বছরের এসব পুরোনো গাছ বিক্রি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
জানা যায়, টাঙ্গাইল-দেলদুয়ার সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৭ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইল পৌর এলাকার বাজিতপুর থেকে দেলদুয়ার উপজেলা মোড় পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ ও উন্নয়নকাজ হবে। এ কাজের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। কিছুদিনের মধ্যে কার্যাদেশও দেওয়া হবে। এ কারণে সড়কের দু’পাশে প্রায় ৪০ বছরের পুরোনো আম, জাম, মেহগনি, কড়ই ও শিমুল গাছ দরপত্র আহ্বানের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ অধিদফতর। সড়ক ও বন বিভাগের তত্ত্বাবধানে গাছ চিহ্নিতও করা হয়েছে। কিন্তু দরপত্র আহ্বান না করেই টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদফতরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ওয়ার্ক অ্যাসিসট্যান্ট আবদুর রহমান দরপত্রের কথা বলে প্রায় শতাধিক শিমুল, আম, মেহগনি ও কড়ই গাছ বিক্রি করেছেন।
সরেজমিন দেলদুয়ার সড়কের রূপসীতে গিয়ে দেখা যায়, করাতিরা গাছ কেটে খণ্ড খণ্ড করে ট্রাকে গাছ বোঝাই করা হচ্ছে। আবদুল মোমেন নামের এক করাতি জানান, আবদুল আজিজ নামে এক মহাজন ওয়ার্ক অ্যাসিসট্যান্ট আবদুর রহমানের কাছ থেকে ১২টি শিমুল গাছ কিনেছেন। তিনি দৈনিক ভিত্তিতে গাছ কেটে দিচ্ছেন। রূপসী গ্রামের আবদুর হালিম জানান, তারা বাড়ির সঙ্গে গাছ লাগিয়েছিলেন। রাস্তা উন্নয়নের কথা বলে সড়ক বিভাগের লোকজন এসে গাছ কেটে বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে।
দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বাবলু বলেন, দরপত্র আহ্বান ছাড়াই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আবদুর রহমানের তত্ত্বাবধানে গাছ কেটে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আবদুর রহমান জানান, গাছগুলো দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশেই গাছ কাটা হচ্ছে।
উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের উন্নয়নের জন্য দু’পাশের গাছগুলো কাটার সিদ্ধান্ত হয়েছে। দ্রুতই দরপত্র আহ্বান করা হবে। দরপত্রের আগেই গাছ কেটে নেওয়ার বিষয়টি তার জানা নেই।
টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান জানান, গাছ কাটার বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।