টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির সভা

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির সদরদপ্তরে ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আশেকপুরে সমিতির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নের বোর্ডের চেয়ারম্যান বাণী পাঠ করেন সচিব ও মনোনীত পরিচালক মো. আরজু মজুমদার। সভায় কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন মুন্নী আক্তার। এতে উপস্থিত ছিলেনÑসমিতির সহসভাপতি, সাদিয়া বুশরা সিদ্দিকী, ২নং এলাকা পরিচালক কামরুল তালুকদার, পরিচালক খোরশেদুন নাহার ভূঁইয়া ও রাহিমা সিদ্দিকা।

জেনারেল ম্যানেজার মো. আবু হানিফ মিয়া বলেন, গ্রাম ও শহরের বৈষম্য দূরীকরণে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য লাভ নয়, লোকসান নয়, এই নীতিমালার আলোকে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি চারটি গ্রিড ২২টি উপকেন্দ্র (৩৪৫ এমভিএ), ১৬টি ৩৩ কেভি ফিডার, ১১৪টি ১১ কেভি ফিডার, ৬টি জোনাল অফিস, ৪টি এরিয়া অফিস ও ৩৪টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করে আসছি। সমিতির সূচনা লগ্ন থেকে গত ডিসেম্বর পর্যন্ত ১০ হাজার ৪৯৬ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে আটটি উপজেলা, ৮৩টি ইউনিয়ন ও ১ হাজার ৫৮৪টি গ্রামে বিভিন্ন শ্রেণির মোট ৬ লাখ ৮ হাজার ১২১ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়নের ফলে দেশে কারিগরি শিক্ষা বৃদ্ধি, কুটির শিল্প, মৃৎশিল্প, গরু ও হাঁস-মুরগি খামার, মৎস্য চাষ, ধান, গম, ভুট্টা চাষে বিদ্যুৎ ব্যবহার উৎপাদন বৃদ্ধিসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি সাধিত হচ্ছে। বিদ্যুৎ অতি মূল্যবান ও প্রয়োজনীয় সম্পদ আবার বিপজ্জনক ও বটে। নিরাপদ, মানসম্পন্ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ব্যবহার এখন সময়ের দাবি। এই দাবি পূরণের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।