Print Date & Time : 28 August 2025 Thursday 7:41 pm

টাঙ্গাইলে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ৩, আহত ১৫

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (০১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. শফিকুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন লোক সিরাজগঞ্জ এনায়েতপুরে একটি ওরশে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপভ্যানটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এ সময় আন্তত ১৫ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাহেরা খাতুন (৪০)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের লাশ থানায় ও দুইজনের লাশ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।