Print Date & Time : 28 August 2025 Thursday 12:18 am

টাঙ্গাইলে বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’-এর উদ্যোগে তালবীজ বপন করা হয়েছে। ‘বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল রেললাইনের ঘারিন্দা রেল স্টেশন এলাকা থেকে ঢাকার দিকে দুই পাশে পাঁচ শতাধিক তালবীজ বপন করা হয়।

তালবীজ বপন কর্মসূচিতে বাতিঘর আদর্শ পাঠাগারের একাধিক সদস্য অংশ নেন। এসময় বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, ‘তালগাছ বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক ভূমিকা পালন করে। তাই বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসবে আমরা তালবীজ বপন করেছি। খুব দ্রুতই আরও পাঁচশ’ তালবীজ বপন করবো।’

স্থানীয় বাসিন্দা আব্দুল হাই, তোফাজ্জল হোসেন ও দেলোয়ার মিয়াসহ একাধিক ব্যক্তি বলেন, ‘রেললাইনের দুইপাশে তালবীজ বপন করা হয়েছে। গাছগুলো বড় হলে এলাকায় সুন্দর্য বাড়িয়ে তুলবে। এছাড়াও বজ্রপাতে প্রাণহানি রোধ ও পরিবেশ রক্ষায় তালগাছ বিশেষ ভূমিকা রাখবে। আমাদের বাড়ির পাশে এসব তালবীজ বপন করায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে বাতিঘর আদর্শ পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এছাড়াও বিভিন্ন এলাকায় সেলুন ও রেলস্টেশনে অনু পাঠাগার স্থাপন করা হয়েছে। কৃতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, বিশেষ দিবসগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।