টাঙ্গাইলে বিএনপির ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ১২টি মামলা করেছে পুলিশ। গত কয়েক দিনে করা এসব মামলায় ৩৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জেলার বিএনপি নেতাকর্মীদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে বাড়িছাড়া রয়েছেন অনেক নেতাকর্মী।

বিএনপি নেতাকর্মীদের দাবি, ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে গায়েবি মামলা দেয়া হচ্ছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় এ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। এ মামলায় ৩৫০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত এক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে বাসাইল থানায় উপ-পরিদর্শক টিটু চৌধুরী বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে গত ২৪ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এ মামলায় ৫-৬ জনকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ নভেম্বর মির্জাপুর থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এ মামলায় ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গত ২২ নভেম্বর ঘাটাইলে পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগ এনে বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ১০ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। ২১ নভেম্বর টাঙ্গাইল শহরে বিএনপির প্রস্তুতি সভা থেকে ফেরার পথে তিনজন আইনজীবীসহ ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করে। ওই রাতেই ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ২১ নভেম্বর নাগরপুর উপজেলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে ২১ জনের নামসহ ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

গত ১৭ নভেম্বর কালিহাতী উপজেলার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ২৯ জনের নামসহ ৩০-৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ২৯ নভেস্বর দেলদুয়ারে বিএনপির ২০ নেতাকর্মীর নামে মামলা হয়। তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ৩০ নভেম্বর রাতে সখীপুর উপজেলায় ৩৮ জনের নাম উল্লেখসহ মোট ৮৮ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ ডিসেম্বর গোপালপুরে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। তাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে ভূঞাপুরে ১৬ জনের নামে মামলা হয়। অজ্ঞাত আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য বাড়িঘরে হানা দিচ্ছে পুলিশ। কাউকে বাড়ি থেকে, কাউকে ব্যবসাপ্রতিষ্ঠান বা রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশের অভিযোগের কোনো সত্যতা নেই। এসব মামলার পর এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেলার ১২টি থানায় এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৫০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত আমাদের ৬৩ জন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে’।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জমায়েত হয়। ককটেলও উদ্ধার করা হয়েছে। দায়েরকৃত মামলাগুলোর তদন্ত চলছে।’