Print Date & Time : 8 September 2025 Monday 4:37 pm

টাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্টে বাবা ছেলের মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে ব্যাটারিচালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইয়ের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ওই এলাকার কৃষক আইনুদ্দিন (৬৫) ও তার ছেলে অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৩৩)।

স্থানীয়রা জানান, আনোয়ার তার ব্যাটারিচালিত অটোরিক্সাটি বিক্রি করে সোমবার নতুন আরেকটি অটোরিক্সা ক্রয় করেন। এরপর রাতে অটোরিক্সাটি বিদ্যুতিক লাইনে চার্জ দিয়ে রাখেন। পরে সকালে আনোয়ার চার্জের লাইন খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার বাবা আইনুদ্দিন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে আনোয়ারের মা বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহত আনোয়ারের দেড় বছর ও তিন বছরের দুইটি সন্তান রয়েছে। এখন তাদের পরিবারে কোনও উপার্জনক্ষম ব্যক্তি রইল না। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিকভাবে সহায়তার চেষ্টা করবো।’